মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যস্থানে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।রমজানের ৩০ রোজা শেষে আগামী ৩ মে পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। সেক্ষেত্রে ঈদের দিন থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২ মে থেকে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।
এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক-দুটি নিম্নচাপ দেখা দিতে পারে।
অন্যদিকে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রসহ ঝড় এবং অন্যস্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ
Tuesday, April 26, 2022
সৌদি আরবে জীবন মৃত্যুর সন্ধিখনে থাকা প্রবাসী ইকবাল বাড়ী ফিরতে চায়
লিখেছেনঃ shadinbangla786
সৌদি আরবে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা প্রবাসী
ইকবাল বাড়ি ফিরতে চান
মোহাম্মদ ইকবাল। ভাগ্য বদলাতে ২০১৯ সালে পাড়ি জমান সৌদি আরবে। কাজ পান আল গোলাইমি কোম্পানীতে। দুই বছর বেশ ভালোই কাটছিল ইকবালের জীবন। হঠাৎ তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। স্ত্রী সন্তান ও মা চিন্তায় পড়ে যান। ৬ মাস পর খোঁজ মেলে ইকবালের। তখন তিনি হাসপাতালে অচেতন। ব্রেইন স্ট্রোকে এখনো তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। কাজ আর কোম্পানী হারিয়ে সৌদি আরবে অবৈধ হয়ে যান ইকবাল। প্রথমে রিয়াদের একটি হাসপাতাল ও পরে আল মাজমা জেলার কিং খালেক হাসপাতাল তার স্থায়ী ঠিকানা হয়। ইকবালের শরীর এখন নানা ধরণের মেশিনে আবৃত্ত। কথা বলতে পারেন না। যোগাযোগ করতে পারেন না বাড়িতে। তার দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশীরাই ইকবালের খোঁজ জানান পরিবারের কাছে। ইকবাল হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নায়েব আলী ওরফে ভাদু জোয়ারদারের ছেলে। এদিকে সেই ইকবাল আর এই ইকবালের শরীর চেনার মতো নেই। শরীর শুকিয়ে ক্ষীর্ণকায়। হাসপাতালের অসুস্থ জীবন তাকে যেন বিষিয়ে তুলেছে। দেশে ফিরে স্ত্রী, সন্তান ও মায়ের সেবা পেলে হয়তো মানসিক ভাবে সুস্থ হতে পারতেন ইকবাল। এদিকে হাসপাতালে একনাগাড়ে চিকিৎসা ব্যয় এসে দাড়িয়েছে ৭২ হাজার রিয়ালে। এই টাকা পরিশোধ করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। কি ভাবে তিনি দেশে ফিরবেন ? নাকি সেখানেই মৃত্যু পেয়ালায় শেষ চুমুক দিয়ে শায়িত হবেন এই নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে। ইকবালকে দেশে আনতে কোন উপায় খুজে পাচ্ছেন না তার স্ত্রী শেফালী খাতুন। মা শিরিনা খাতুন সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল প্রায়। ইকবালের অবুঝ দুই শিশু সন্তান ইভা ও ইয়াছিন সব সময় খুজে ফেরে পিতাকে। পিতার মুখটি দেখতে তারা উদগ্রীব। অসহায় এই পরিবারটি সংসারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিটির দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে বাংলাদেশ দুতাবাস ও সরকারের কাছে দাবী জানিয়েছেন। কারণ ইকবালকে আনার মতো আর্থিক সামর্থ তার পরিবারের নেই। ইকবালের পরিবারের সঙ্গে যোগাযোগ ০১৭২৯-৮৮৮৮৩৬ ও ০১৬২৭৯৩১৯৪৫।
Thursday, December 23, 2021
মালয়েশিয়াই কবে থেকে লোক যাওয়া শুরু করবে জানালেন মন্ত্রী
লিখেছেনঃ shadinbangla786
বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে কর্মী পাঠানোর সমঝতা স্মারক সই করেছে বাংলাদেশ৷কবে থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক পাঠানো শুরু হবে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ৷২১ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান আগামী জানুয়ারী মাসেই শ্রমিক পাঠানো শুরু করবে বাংলাদেশ৷
মালয়েশিয়া যেতে কত টাকা লাগবে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান,কর্মীদের নুন্যতম খরচে মালয়েশিয়া পাঠানো হবে,মালয়েশিয়ার জন্য বিমানের টিকেট থেকে শুরু করে মালয়েশিয়া যাওয়ার পর কোরেন্টাইন খরচসহ সব খরচ নিয়োগকর্তা দিবেন এমন টা চুক্তি আছে সমঝাতা স্মারকে৷
প্রতিটা কর্মীকে মালয়েশিয়া যেতে হলে বিএমইটি ডাটাবেজে নিবন্ধন করে যেতে হবে,বিএমইটি ডাটাবেজে নিবন্ধন ছারা কোনো কর্মী মালয়েশিয়া যেতে পারবেন না,এমনটা জানান প্রবাসী কল্যাণ সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহিন৷
কোন কোন সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী জানান,মালয়েশিয়া থেকে চাহিদা পত্র আসলেই বিস্তারিত জানানো হবে,তবে এখনো কোনো রকম টাকা লেনদেন করতে না করছেন প্রবাসী কল্যণ ও কর্মসংস্থানমন্ত্রী
Monday, December 20, 2021
আসুন জেনে নেই গুগলে যে পাঁচ বিষয়ে সার্চ করলে বিপদে পরতে পারেন
লিখেছেনঃ shadinbangla786
আজকাল আমরা সবাই ইন্টারনেট সমন্ধে কম বেশি জানি,আর এই ইন্টারনেটের ভালো ও খারাপ দিক রয়েছে,তাই আমাদের উচিত খারাপ দিকগুলো পরিহার করা৷আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা কোনো কিছু জানার থাকলে,নিজে না বুঝলে কারো কাছে না গিয়ে,গুগলে সার্চ দিয়ে সহজেই তার সমস্যা সমাধান করে নিচ্ছে,আর এই গুগুলেই অনেক প্রতারক ফাদ পেতে থাকেন৷
আসুন এবার জেনে নেই গুগুলে যে পাঁচ বিষয়ে সার্চ করলে বিপদ আসতে পারে৷
১.ব্যাংকিং বিষয়ে কোনো লিংকে প্রবেশ করার ক্ষেতে সতর্ক:কোনো ব্যাংকে একাউন্ট বা টাকা জমা করতে চাইলে,গুগলে সার্চ করে কোনো ওয়েব সাইটে ঢুকবেন না,কারণ গুগলে অনেক ভূয়া লিংক থাকে যেখানে ঢুকলে আপনি সর্বস্বান্ত হতে পারেন,গুগলে অনেক প্রতারক ফাদ পেতে থাকে ,বিশেষ করে ব্যাংকিং বিষয়ে গুগলে সার্চ দিবেন,ব্যাংকে ওয়েব সাইটে সরাসরি ঢুকে কাজ করবেন৷
২.শেয়ার বাজার সমন্ধে জানা,বা অনলাইন থেকে বুদ্ধি নেওয়া.আমদের মাঝে অনেক আছেন যারা শেয়ার বাজারের ব্যাবসা করেন,অনেকে শেয়ার বাজারের বুদ্ধি নিতে গুগলে সার্চ করেন এটা ভুল,কারণ গুগলে অনেকে ভুয়া লিংক দিয়ে রাখে যেখানে ঢুকলে আপনি প্রতারিত হতে পারেন,শেয়ার বাজার সমন্ধে জানতে হলে ,শেয়ার বাজারের কাছু নামিদামি কম্পানি আছে তাদের কাছ থেকে বুদ্ধি নেওয়াই ভালো,এতে আপনি প্রতারিত হবেন না৷
৩.সফটওয়্যার.অনেকে বিভিন্ন সফটওয়্যার এর খুজে সরাসরি গুগলে সার্চ করেন ,এমন কিছু সফটওয়্যার আছে যা গুগল বা প্লেস্টোরে থাকে না ,এপিকে টপিচ ফাইল গুলো ডাউনলোডের ক্ষেত্রে যুকি থেকেই যাই ,অনেক সাইট থেকে সফটওয়্যার আকারে ম্যালওয়্যার ডাউনলোড হতে পারে,যা আপনার ফোনে প্রবেশ করলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে নেওয়ার সম্বভনা থাকে,তাই কোনো সফটওয়্যারের জন্য গুগলে সরাসরি সার্চ করবেন না,সার্চ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন৷
৪.কাস্টমার কেয়ারের নাম্বার.মনে করেন আপনি অনলাইন থেকে কিছু ক্রয় করেছেন এখন আপনি তা ফেরৎ দিছেন,এবং আপনাকে তারা টাকা ফেরৎ দিবে,কিন্তু দুই তিন দিন পরেও টাকা ফেরৎ দিচ্ছেনা,তাহলেও আপনি সেই কাস্টমার কেয়ারের নাম্বার গুগলে সার্চ করবেন না,কারণ অনেকে একই কম্পানির নামে ভুয়া নাম্বার দিয়ে রাখেন গুগলে,ঐ নাম্বারে আপনি কল দিলে প্রতারিত হবেন৷
৫.চিকিৎসা.গুগলে সার্চ করে কখনো নিজে নিজে চিকিৎসা নিতে যাবেন না৷প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন৷
Sunday, December 19, 2021
বিদেশ যাওয়ার আগে যেসব টেস্ট করা হয়,মালয়েশিয়া যাওয়ার আগে কী কী টেস্ট করা হয় আসুন জেনে নেই
লিখেছেনঃ shadinbangla786
আমাদের প্রায়ই কোনো না কোনো কারণে দেশের বাহিরে যেতে হয়,বিশেষ করে কাজের জন্য,তাই বিদেশ যাওয়ার আগে আপনার শরীর ঠিক আছে কীনা তা বুঝার জন্য কিছু টেষ্ট করা,আর ঐ টেষ্টের রেজাল্ট ভালো হলে আপনি দেশের বাহিরে যেতে পারবেন নাহয় ঐ রোগ ভালো হলে পরবর্তীতে যেতে হবে৷আসুন এবার জেনে নেওয়া যাক মেডিকেলে কী কী টেষ্ট করা হয়৷
১.রক্ত টেষ্ট করা হবে৷বিশেষ করে এইচ আই ভি,হেপাটাইটিস,এইচএসবিএসজি,যৌন সংক্রমন কোনো রোগ আছে কীনা তা পরীক্ষা করা হয়৷
২.প্রসাব পরীক্ষা করা হয়৷মেডিকেলের আগে অবশ্যই পরিমাণমতো পানি পান করে নিবেন৷
৩.চখের পাওয়ার পরীক্ষা করা হয়৷
৪.শরীরের ওজন এবং উচ্চতা মাপা হয়৷
৫.বুক এক্সরে করা হয়৷
৬.প্রেসার মাপা হয়৷
এবং মহিলাদের আলাদা ভাবে শুধু গর্ভবতী আছে কীনা তা পরিক্ষা করা হয়৷
এবার যেনে নেওয়া যাখ কী কী রোগ থাকলে মেডিকেলে আনফিট ধরা হয়:
১.চর্ম রোগ ,খুব বেশি পরিমাণে চর্ম রোগ হলে আনফিট ধরা হয়৷
২.জন্ডিস৷এইচআইভি৷
৩.হার্টের সমস্যা থাকলে আনফিট ধরা হয়৷
তবে ভয়ের কিছু নাই এইগুলা যদি আপনার থাকে তাহলে আগেই ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নিবেন৷
মালয়েশিয়াই প্রবাসীদের সর্বনিম্ন বেতন কত হবে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী
লিখেছেনঃ shadinbangla786
মালয়েশিয়া বাংলাদেশীদের জন্য একটি বড় শ্রমবাজার,যা বিভিন্ন কারণে ২০১৮সালে সর্বশেষ বন্ধ হয়ে যায়৷এবার গত সপ্তাহে মালয়েশিয়ার মন্ত্রী সভায় গত সপ্তাহে একটি মিটিংয়ে আবারো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার অনুমোদন পাশ হয়৷আজ ১৯ ডিসেম্বর রবিবার সকালেই কুলালামপুর স্মারকে সাক্ষর করেন,এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ,এবং মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভানান৷
আর এখন থেকে কোনো সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাবে না বাংলাদেশ এমনটা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ,তিনি আরো জানান একজন শ্রমিক প্রতিমাসে সর্বনিম্ন ১২০০শ রিংগিত বেতন পাবে যা বাংলাদেশী টাকায় ২৫হাজারের মতো,আর একজন শ্রমিকের যাবতীয় খরচ বহন করবে নিয়োগকর্তা,মালয়েশিয়াই যাওয়ার পর একজন কর্মীর স্বাস্থ পরীক্ষা,আবাসন,করোণা পরিক্ষা,কোয়ারেন্টাইনের যাবতীয় খরচ বহন করবে কম্পানি৷
মন্ত্রী আরো জানান শ্রমিককে চিকিৎসা সেবা,মানসম্মত আবাসন,বাংলাদেশে চলে যাওয়ার যাবতীয় খরচ বহন করবে নিয়োগকর্তা বা কম্পানি,শ্রমিক পাঠানো হবে,কৃষি কাজ,উৎপাদন,বৃক্ষ রোপন,বাগান,খনি ও খনন এসব খাতে শ্রমিক যাবে৷
সখিপুৱ উপজেলা আওয়ামীলিগেৱ কমিটি গঠন কৱা হলো সভাপতি শওকত সিকদাৱ,সাধাৱণ সম্পাদক-জয়
লিখেছেনঃ shadinbangla786
আজ ৱবিবাৱ ১৯ই ডিসেম্বৱ টাংগাইল জেলাৱ সখিপুৱ উপজেলা আওয়ামীলিগেৱ ত্ৰি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো৷অনুষ্ঠানে সখিপুর উপজেলা আওয়ামীলিগের সভাপতি নির্বাচিত করা হয় শওকত সিকদার কে,এবং সাধারণ সম্পাদক করা হলো অনুপম শাজাহান জয় কে৷
নবনির্বাচিত সভাপতি সাবেক দুইবারের উপজেলার চেয়াম্যান এবং উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক ছিলেন,এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক অনুপম শাজাহান জয় ,টাংগাইল-৮ (সখিপুর-বাসাইল)এর সাবেক সংসদ সদস্য ছিলেন৷
আজ সকালে উপজেলা আওয়ামীলিগের সভাপতি কুতুব উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়,এতে বক্তব্য রাখেন,কৃষি মন্ত্রি আব্দুর রাজ্জাক ভোলা,টাংগাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও টাংগাইল জেলা আওয়ামীলিগের সভাপতি ফজলুল রহমান খান ফারুক,স্বানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জহের,সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলিগের পরিবেশ ও বন উপকমিটির সদস্য অনুপম শাজাহান জয়,বাংলাদেশ আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,আওয়ামীলিগের কার্যনির্বাহি কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার,বাংলাদেশ আওয়ামীলিগের শিক্ষা ঐ মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা,বাংলাদেশ আওয়ামীলিগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইণ্জিনিয়ার আতাউল মাহমুদ,সখিপুর পৌরসভার মেয়র সহ স্থানীয় আওয়ামীলিগের নেতা কর্মীরা বক্তব্য রাখেন৷