বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাংলাদেশ স্বাধীনের শ্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই মারা গেলেন এক মুক্তিযোদ্ধা৷ গত মাসের ৩১ই অক্টোবর রোজ রবিবার টাংগাইল জেলা সখিপুর উপজেলা বহেড়াতৈল ইউনিয়নে এই ঘটনা ঘটে৷
আগামী ১১ নভেম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের নির্বাচন,আর এই নির্বাচনী নৌকা মার্কার পথসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া৷
সভাপতির বক্তব্য দেওয়ার এক পর্যায়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই মাটিতে বসে পড়েন, এবং বসে পড়ার পাঁচ মিনিটের মধ্যো স্টোক করে মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া৷
উপস্থিত জনতা তাকে হাসপাতেল নিলে ,হাসপাতাল কতৃপক্ষ তাকে মৃত ঘোষনা করা হয়৷ মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ছেলে কাদের হাসান বলেন আমার বাবা বঙ্গবন্ধুর একজন আজন্ম বক্ত ছিলেন৷