এবার মুশফিকুর রহিমের ব্যাটিং দেখে ক্ষেপে গেলেন চিত্রনায়ক রুবেল৷ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ টি টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচে হারার কারণ মনে করছেন মুশফিকুর রহিমের স্কুপ শট৷
এদিকে রুবেল মুশফিকে ব্যাটিং কে দুষলেও ,মিশা সওদাগর রীতিমত মুশফিকের পক্ষেই ছিলেন,মিশা বলেন মুশফিকুর রহিম এই স্কুপ শট খেলে বাংলাদেশের অনেক ম্যাচ জিতিয়েছেন৷
মিশা সওদাগর আরো বলেন,বাংলাদেশ ক্রিকেট দল ভালো মন্দ যাই খেলোক সবাই তাদের কে সাপোর্ট করুক,এবং তাদের কে নিয়ে গালাগালি না করতে সবাইকে অনুরোধ করেন৷
রুবেল মিশা পাল্টাপাল্টি তর্ক শুরু করে দেই,মিশা সওদাগর বললেও মুশফিকুর রহিম বাংলাদেশর অনেক ম্যাচ জিতিয়েছেন,রুবেল বলেন মূশফিকুর রহিম এই স্কুপ শট খেলে বাংলাদেশের অনেক ম্যাচ হারিয়েছেন,এমন কী ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ হারার কারণ মুশফিকের এই স্কুপ শট৷