Tuesday, November 2, 2021

গায়ে হুলুদের পান্জাবী কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শামীম

 


গায়ে হুলুদের পান্জাবী কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন শামীম,এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে লক্ষিপুর উপজেলা উত্তর হামছাদী ইউনিয়নে,
জানা যাই শামীমের বাড়িতে চলছিলো তার চাচাতো ভাইয়ের বিয়ের আয়োজন,আর সেই বিয়েতে শামীম বর যাত্রী হিসেবে যেতে চেয়েছিলো৷
 
শামীম হোসেনের বাড়ীতে চলছিলো বিয়ে ধুম-রাত শেষে সকাল হলেই বর পক্ষ যাবে কনের বাড়িতে সবাই সেই প্রস্তুতিই নিচ্ছিলো,এলাকাবাসী জানান বিয়ের সেই গেট দিয়েই শামীমের লাশ বের করা হয়৷
 
এলাকার এক জনপ্রতিনিধি জানান শামীমমের বাবা প্রবাসে থাকেন ,শামীম অক্টোবরের ৩০ তারিখ রোজ শনিবার রাতে শামীম হোসেন তার বন্ধুদের নিয়ে গায়ে হলুদের পান্জাবী কিনতে মোটর সাইকেল নিয়ে মার্কেটে যান,আর সেই মোটর সাইকেল , রায়পুর লক্ষীপুর মহাসড়কে পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খাই পরে তাকে প্রাথমিক অবস্থায় উপজেলা সদর হাসপাতালে নিলে,তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়,মাইজদি শহরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে৷ এবাবেই শামীম লাশ হয়ে বাড়ীতে ফিরেন৷
 
শামীম হোসেন উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের আব্দুল বেপারী বাড়ির নুর নবীর ছেলে,শামীম লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে লেখা পড়া করতেন৷শামীমের মৃত্যুতে তার পরিবার ও পুরো গ্রাম শোকের ছায়ায় নেমে এসেছে৷
 


শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !