Saturday, November 13, 2021

মামার বাড়িতে বেড়াতে এসে মামার মোটর সাইকেল এক্সিডেন্টেই মারা গেলেন ফাহমিদা

 


লক্ষিপুর সদরে ট্রাক চাপায় নিহত হলেন মামাতো ফুফাতো দুই বোন,নিহতরা হলেন ফাহমিদা পিতা আলমগীর হোসেন এবং সানজিদা পিতা আরিফ হোসেন৷ফাহমিদা ক্লাস নবম শ্রেণীতে লেখা পড়া করেন,এবং সানজিদা ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রী৷

ফাহমিদা ঢাকা থাকেন ,সে মামার বাড়িতে বেড়াতে আসেন, শনিবার সকালে মামা আরিফ হোসেনের মটর সাইকেলে করে ফাহমিদা ও সানজিদা লক্ষিপুর থেকে বাড়িতে যাচ্ছিলেন,যাওয়ার পথেই লক্ষিপুর সদরে পালের বাজারে একটি ট্রাক তাদের চাপা দেই ঘটনাস্থলেই ফাহমিদা ও সানজিদার জীবনের সমাপ্তি ঘটে যায়৷

তাদের বাড়ি লক্ষিপুর সদর উপজেলার ৭নং ইউনিয়নের মুন্সিবাড়ি ও কাজিবাড়ি,তাদের দুইজন এক সাথে মৃত্যু বরণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,সড়ক দূর্ঘটনা যেন থামছেই না ,আর কত মানুষ প্রান হাড়ালে এই সড়ক দূর্ঘটনা বন্ধ হবে এটাই সবার দাবি৷


শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !