Wednesday, November 17, 2021

সন্তোসে মাওলানা ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হলেন ভিপি নুর


আজ দুপুরে টাংগাইলে সন্তোসে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে আসেন গণঅধিকার পরিষদের আহবায়ক ডাঃ রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নুর,দুপুর বারোটার দিকে ভাসানীর কবরের পাশাপাশি গেলে মাওলানা ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০জন ছাত্রলীগের নেতাকর্মী তাদের দলীয় শ্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের উপর হামলা করে,ভিপি নুর ও রেজা কিবরিয়া সহ তাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়৷

ভিপি নুর হামলার পরবর্তী সংবাদ সম্মেলনে জানান ,ঢাকার বাহিরে গেলে আমাদের উপর হামলা হতে পারে,তবে মাওলানা ভাসানীর মাজারে আসা ছিলো অরাজনৈতিক উদ্দেশ্য এখানে শুধু তার মাজারে শ্রদ্ধা জানানোর জন্য আসা হইছিলো,এবং মাওলানা ভাসানী সমন্ধে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে,কিন্তু এখানে আসার পর গণঅধিকার পরিষদের কিছু মহিলা কর্মীদের জামা কাপড় নিয়ে টানাটানি ও শ্লীহীনতা করার অভিযোগ করেন এটা খুবই দুঃখজনক৷

ভিপি নুর আরো জানান তাদের নেতাকর্মীদের উপর লাঠি ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৪০মিনিট দপায় দপায় হামলা চালানো হয়ছে,এবং পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়ছে,ওল্টো তাদের উপর দোষ চাপানো হচ্ছে,ভিপি নুরের নেতাকর্মী ছাত্রলীগের উপর হামলা চালায়৷

গণঅধিকার পরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়া জানান তাদের ৪০জন নেতাকর্মী আহত হন,পুলিশ তাদের সহায়তা করেন নাই৷এবং এই হামলার পরবর্তীতে মানববন্ধন ও মশাল মিছিল হবে সারাদেশে৷

টাংগাঈল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জানান ভিপি নূর ও তার নেতাকর্মীরা ভাসানীর মাজারের কাছাকাছি আসলে তারাই ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা করে এতে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়,পুলিশ ভিপি নুর ও রেজা কে নিরাপদে সরিয়ে নেওয়া হয়৷


শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !