যে বাবা সন্তানদের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত থাকে,নিজের শরীর রক্তকে পানি করে সন্তানদের বড় করে তুলে আর সেই সন্তান মাত্র এক শতাংশ জমির জন্য বৃদ্ধ বাবাকে মেরে রক্তাক্ত করে৷এমন নিশংস ঘটনাটি ঘটেছে টাংগাইল জেলা সখিপুর পৌরএলাকায়৷
আহত বাবার নাম মজিবুর রহমান,তার দুই ছেলে বড় ছেলের নাম আজহার (বিসমিল্লাহ্ স্টিল হাউজের মালিক উপজেলা রোড)ছোট ছেলে শাহ আলম,ঐ এক শতাংশ জমির মালিক ছোট ছেলে শাহআলম ,সে তার জমি উদ্ধারের অনেক চেষ্টা করেই জমি উদ্ধার করতে পারে নাই৷
বড় ছেলে আজহার ও ,আজহারের ছেলে সোহাগ শাহআলমের ঐ একশতাংশ জমি, নিজের নামে নিতে শাহআলম কে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসতো৷ শেষ পর্যন্ত গত ১৬সেপ্টেম্বর আজহারের ছোট ভাই শাহআলম স্টোক করে মৃত্যু বরণ করে৷
গত২৫ই নভেম্বর বৃদ্ধ বাবা( মজিবর রহমান)তার ছোট ছেলের ঐ একশতাংশ জমি উদ্ধার করতে গেলে ,বড় ছেলে আজাহার ও আজাহারের ছেলে সোহাগ বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন,পরে স্থানীয় বাসিন্দারা বৃদ্ধ বাবা কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন,এলাকাবাসী এর সঠিক বিচার দাবি করছে৷