গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গির আলম কে এবার মেয়র থেকে সাময়িক বহিষ্কার করা হলো,এর আগে তিন সদস্যর প্যানেল মেয়র ঘটন করা হয়ছে৷২০১৮সালের ২৭ই জুন গাজীপুরের সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে গাজীপুরের নগর পিতা নির্বাচিত হয় জাহাঙ্গির আলম৷
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে কটোক্তি করায় ২০২১সালের ১৯ই নভেম্বর আওয়ামীলীগ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয় জাহাঙ্গির আলম কে,গত বহঃসপ্রতিবার স্বানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃতাজুল ইসলাম তাকে বহিস্কারের স্বীদ্ধান্ত নেই৷
জাহাঙ্গির আলমের বিরুদ্ধে দূর্নীতি ও ক্ষমতার অপব্যাবহারের অভিযোগ পাওয়াই তাকে মেয়র থেকে বহিস্কার করা হয়,তাকে সাময়িক বহিস্কারের স্বীদ্ধান্ত নেওয়াই স্বানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা মিষ্টি বিতরন করেন৷
আসাদুর রহমান কিরণ,আব্দুল আলীম মোল্লা ও আয়শা আক্তার কে নিয়ে তিন সদস্যর প্যানেল মেয়র ঘটন করা হয়েছে,আসাদুর রহমান কিরণ জৈষ্ঠ্যতার বিত্তিতে মেয়রের দ্বায়িত্ব দেওয়া হবে৷