মেয়র আব্বাস আলী২০১৫সালের ২৩ ফেব্রুয়ারী জামায়াতের হয়ে বোমা বাজী করতে গিয়ে বিজিবির হাতে গ্রেফতার হয়,তার পুরো পরিবার বিএনপিতে যুক্ত আছে,তার ভাই আরিফুল হক মানিক জেলা যুবদলের সদস্য,সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম নিলন হত্যা মামলার ফাসির আসামী৷
২০১৫সালের ডিসিম্বরেই আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন নিয়ে হয়ে যান কাটাখালির মেয়র,একাদারে সে দুইবার আওয়ামীলীগ থেকে মেয়র হন৷মেয়র আব্বাস আলী পৌর আওয়ামীলীগের আহবায়ক৷সে কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে অশ্লীল মন্তব্য করে,সে রাজশাহী ঢাকা মহাসড়কের পৌর এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটুক্তি করে৷
তার এমন বক্তব্য উত্তাল হয়ে ওঠে রাজশাহী,তাকে গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করে স্বানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও এলাকাবাসী, তারা গাজীপুরের মেয়রের মতো দল থেকে বহিস্কারের দাবী করে ৷আব্বাস আওয়ামীলীগে যোগ দেওয়ার পরে অটেল টাকার মালিক হয়েছে৷