সড়ক দূর্ঘটনায় মৃত্যু যেন থামছেই না,রাজধানীর রামপুরা বাজার এলাকায় ২৯ নভেম্বর সোমবার রাত দশটা ৪৫মিনিটে আব্দুল্লাহ্পুর থেকে সায়েদাপুরগামী অনাবিল বাস চাপায় মৃত্যু হয় সদ্য এস এস সি পরীক্ষা শেষ করা মাইন উদ্দীন ইসলাম দূর্জয়ের ৷এসময় তার সাথে থাকা তার দুলাভাই
সাদ্দাম হোসেন গুরুত্বর অসুস্থ হয়৷ঐ সময় স্বানীয় জনতরা ১১টি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে প্রায় তিন ঘন্টা রাস্থা অবরোধ করে রাখে৷
মঙ্গলবার সন্ধায় তার লাশ গ্রামের বাড়িতে পৌছাইলে পরিবার ও এলাকাবাসীর মধ্যো নেমে আসে শোকের ছায়া,স্বানীয় একটি কবর স্থানে তাকে মঙ্গলবার রাতেই দাপন করা হয়,মাইন উদ্দীনের বাবা রামপুরার তিতাস রোডে চায়ের দোকান করে,তার দুই ছেলে এক মেয়ে মাইন উদ্দীন ছিলেন সবার ছোট,তার আশা ছিলো এস এস সি পাস করলে ভালো একটা কলেজে ভর্তি হবে৷কিন্তু তা আর হলো না মাইন উদ্দীনের ঘাতক বাস সব আশা শেষ করে দিল৷
বেপোরোয়াভাবে বাস চালানোর জন্য এমন দূর্ঘটনা ঘটে,এই এই বাস চালকদের কঠিন শাস্তির আওতায় আনার জুর দাবী জানাচ্ছে এলাকাবাসী৷ পুলিশ জানায় ঘাতক বাস চালক ও হেলপার কে আটক করা হয়েছে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে,