Tuesday, November 9, 2021

প্রেমিকার সামনেই আত্মহত্যা করলেন এক প্রেমিক


মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাচতে পারে না,তেমনি আমি তুমাকেও ছাড়া বাচবো না এই কথা চিঠিতে লিখে,প্রেমিকার সামনেই আত্মহত্যা করে এক কলেজ ছাত্র প্রেমিক৷ ঘটনাটি ঘটে রাজশাহী পুটিয়ার তারাপুর গ্রামে,নিহত নাম বুলবুল আহমেদ৷

বুলবুল রাজশাহী কলেজে পড়তেন গত ৯ই নভেম্বর দুপুরে রাজশাহী সিটি কলেজের ছাত্রী তুলি ও জেমি কে নিয়ে লক্ষিপুরের একটি রেস্তোরায় যান বুলবুল,আর সেই রেস্তোরাতেই বুলবুল তার প্রেমিকা তুলির সাথে কথাবার্তার এক পর্যায়ে নিজের বুকে নিজেই ছুড়ি চালান,এবং বিষপান করেন , বুলবুল কে রাজশাহী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এদিকে তুলির অন্যজায়গায় বিয়ে হয়েছে,এবং তার একটি সন্তানও আছে৷

 রাজপারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন বুলবুলের ব্যাগে একটি চিঠি ও একটি শাড়ী পাওয়া গেছে,চিঠিতে লেখা আছে মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাচতে পারে না তেমনি আমিও তোমাকে ছাড়া বাচতে পারব না৷


শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !