Tuesday, November 9, 2021

পাগলা মসজিদে এবার রের্কড পরিমাণ টাকা পাওয়া গেল,২২০জন লোকে একাধারে প্রায় দশ ঘন্টা ধরে গণনা করে শেষ দেই


কিশোরগন্জে পাগলা মসজিদে এবার মিললো রেকর্ড পরিমাণ টাকা,মাত্র তিন মাসে পাগলা মসজিদের দানবক্সে মিললো তিন কোটিরও বেশি টাকা৷দান বক্স খোলার নির্দিষ্ট দিনের সাত দিন আগেই ছয়টি বক্স ভর্তি হয়ে যায় টাকায়৷

পরে জেলাপ্রশাসকের হস্তক্ষেপে ঐ ছয়টি বক্সে দান করা বন্ধ করে দেওয়া হয়,বাকী দুইটা বক্স ভর্তি হওয়ার পর কিশোরগন্জ জেলার অতিরিক্ত প্রশাসক ফারজানা খানম এর উপস্থিতিতে গত ৬ই নভেম্বর সকালে টাকা গণনার কাজ শুরু হয়৷

টাকা গণনার কাজে যোগ দেন মসজিদ মাদ্রাসার ছাত্র,আনসার,এবং রূপালি ব্যাংকের কর্মকর্তার ২২০জন লোক,এই ঐতিহাসিক পাগলা মসজিদে সকল ধর্মের লোক দান করেন৷প্রচলিত আছে যে মানুষের মনে বাসনা পূরণের জন্য এইখানে দান করেন৷

এই টাকা গণনা দেখতে বিভিন্ন এলাকা থেকে লোক আসে,এই মসজিদে টাকা পয়াসা ছাড়াও সোনা দানা হিরা,গরু,ছাগল,হাস,মুরগি,এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন৷এইগুলা প্রতিদিন নিলামে বিক্রি করে দেওয়া হয়৷


শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !