Wednesday, December 1, 2021

নিরাপদ সড়ক আন্দোলনে এক শিক্ষার্থী বলেছিলেন আপনিতো গণপরিবহনে চড়েন না,তার জবাব দিলেন প্রধানমন্ত্রী

নিরাপদ সড়ক চাই এই দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা আবারো আন্দোলন শুরু করেছে,এই আন্দোলন প্রথমে ঢাকা থেকে শুরু হলেও এখন সারাদেশে ছড়িয়ে পরেছে এই আন্দোলন,শিক্ষার্থীরা কয়েক দিন ধরেই বেশ কয়েকটি দাবি নিয়ে রাস্থায় নেমে পরে তারা৷ এবার এই আন্দোলন শুরু হয় শুরু হয় ছাত্রদের হাফ ভাড়া বন্ধ করে দেই মালিক পক্ষ,এ নিয়েই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন,এই আন্দোলনে এক শিক্ষার্থী বলেছিলেন প্রধানমন্ত্রী ওনি তো বাসে ওঠেন না,ওনি এজন্যই এটা বুঝে না,আর এই বক্তব্য প্রধানমন্ত্রীকে এড়িয়ে যেতে পারেন নাই,তিনি টিবিতে ঐ শিক্ষার্থীর বক্তব্য শুনে তার জবাব দিলেন৷ শিক্ষার্থীর ঐ বক্তব্যর জবাবে প্রধানমন্ত্রী বলেন,আমি বাসে ওঠিছি,ভ্যান,রিকশাইও আমি ওঠেছে,আমি বাংলাদেশ চিনার জন্য সারাদেশে ঘুরেছি,কোমলমতি শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,করোণার জন্য দুইবছর স্কুল বন্ধ ছিলো লেখা পড়াই অনেক ক্ষতি হয়েছে,ছাত্র/ছাত্রীদের লেখা পড়ায় মনোযোগ দিতে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শেয়ার করুন

মন্তব্য করুন দেখা হয়েছে !