আজকাল আমরা সবাই ইন্টারনেট সমন্ধে কম বেশি জানি,আর এই ইন্টারনেটের ভালো ও খারাপ দিক রয়েছে,তাই আমাদের উচিত খারাপ দিকগুলো পরিহার করা৷আমাদের মাঝে এমন অনেক লোক আছে যারা কোনো কিছু জানার থাকলে,নিজে না বুঝলে কারো কাছে না গিয়ে,গুগলে সার্চ দিয়ে সহজেই তার সমস্যা সমাধান করে নিচ্ছে,আর এই গুগুলেই অনেক প্রতারক ফাদ পেতে থাকেন৷
আসুন এবার জেনে নেই গুগুলে যে পাঁচ বিষয়ে সার্চ করলে বিপদ আসতে পারে৷
১.ব্যাংকিং বিষয়ে কোনো লিংকে প্রবেশ করার ক্ষেতে সতর্ক:কোনো ব্যাংকে একাউন্ট বা টাকা জমা করতে চাইলে,গুগলে সার্চ করে কোনো ওয়েব সাইটে ঢুকবেন না,কারণ গুগলে অনেক ভূয়া লিংক থাকে যেখানে ঢুকলে আপনি সর্বস্বান্ত হতে পারেন,গুগলে অনেক প্রতারক ফাদ পেতে থাকে ,বিশেষ করে ব্যাংকিং বিষয়ে গুগলে সার্চ দিবেন,ব্যাংকে ওয়েব সাইটে সরাসরি ঢুকে কাজ করবেন৷
২.শেয়ার বাজার সমন্ধে জানা,বা অনলাইন থেকে বুদ্ধি নেওয়া.আমদের মাঝে অনেক আছেন যারা শেয়ার বাজারের ব্যাবসা করেন,অনেকে শেয়ার বাজারের বুদ্ধি নিতে গুগলে সার্চ করেন এটা ভুল,কারণ গুগলে অনেকে ভুয়া লিংক দিয়ে রাখে যেখানে ঢুকলে আপনি প্রতারিত হতে পারেন,শেয়ার বাজার সমন্ধে জানতে হলে ,শেয়ার বাজারের কাছু নামিদামি কম্পানি আছে তাদের কাছ থেকে বুদ্ধি নেওয়াই ভালো,এতে আপনি প্রতারিত হবেন না৷
৩.সফটওয়্যার.অনেকে বিভিন্ন সফটওয়্যার এর খুজে সরাসরি গুগলে সার্চ করেন ,এমন কিছু সফটওয়্যার আছে যা গুগল বা প্লেস্টোরে থাকে না ,এপিকে টপিচ ফাইল গুলো ডাউনলোডের ক্ষেত্রে যুকি থেকেই যাই ,অনেক সাইট থেকে সফটওয়্যার আকারে ম্যালওয়্যার ডাউনলোড হতে পারে,যা আপনার ফোনে প্রবেশ করলে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করে নেওয়ার সম্বভনা থাকে,তাই কোনো সফটওয়্যারের জন্য গুগলে সরাসরি সার্চ করবেন না,সার্চ করার ক্ষেত্রে সতর্ক থাকবেন৷
৪.কাস্টমার কেয়ারের নাম্বার.মনে করেন আপনি অনলাইন থেকে কিছু ক্রয় করেছেন এখন আপনি তা ফেরৎ দিছেন,এবং আপনাকে তারা টাকা ফেরৎ দিবে,কিন্তু দুই তিন দিন পরেও টাকা ফেরৎ দিচ্ছেনা,তাহলেও আপনি সেই কাস্টমার কেয়ারের নাম্বার গুগলে সার্চ করবেন না,কারণ অনেকে একই কম্পানির নামে ভুয়া নাম্বার দিয়ে রাখেন গুগলে,ঐ নাম্বারে আপনি কল দিলে প্রতারিত হবেন৷
৫.চিকিৎসা.গুগলে সার্চ করে কখনো নিজে নিজে চিকিৎসা নিতে যাবেন না৷প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন৷