(ছবি ফেসবুক থেকে সংগৃহিত)
তরুন কবি শাহাদত হোসেনের পরিচয়,কবি শাহাদত হোসেন ১৯৯৮ খ্রিস্টাব্দে ১৩ই জানুয়ারী টাঙ্গাইল জেলা সখিপুর উপজেলা নলুয়া আড়ালিয়া গ্রামে এক মুসলিম পরিবারে তার জন্ম৷তার বাবার নাম আঃ আজিজ মিয়া,মাতা তারা খাতুন,ছোটবেলা থেকেই শাহাদত হোসেনের বাংলা সাহিত্যর প্রতি মনোনিবেশ থাকতেন৷ তার লেখা একটি কবিতা প্রকাশিত হলো
কবিতাটি হলো
মাটির চাঁদ
শাহাদত হোসেন
বিদীর্ণ তিয়ামাতের ভীষণ লালচে ঘাসের
বিন্দু জ্বলে একালে সেকাল,
রত্নগর্ভে নিঃস্তব্ধতার মাটির অতলে-
ঘনো কালোর অগ্নিশিখার মহাসংকেত৷
হিসাব-নিকাশের গড়মিলের বিষের পাহাড়,
বাধাঁরোশনাই তীরে ক্ষত- বিক্ষত
কালের ভেতর অগ্নিশিখা৷
নিরবধি সমুদ্রে হাবুডুবু সভ্যতার
জল কান্নায় জীবন রেখা,
রবি-শশীর সন্ধির তীব্র কোলাহলের অনিবার্ণ৷
পবন বাঁকা জেগে জেগে শুকতারা,
নির্ঘুম অন্ধকারে দেই মাতৃভক্তির পাহারা৷
স্বর স্বর স্বর-গড়গড়গড়-ছলছলছল
কাপাঁ সুরে অমৃতের শ্রাবণ কন্ঠে বলি -ও মনুষ্যত্বের গ্রহের-
তুমিই উঞ্চ হ্নদয়ের উঞ্চ মাটির বিন্দু বিন্দু চাঁদ৷