আমাদের প্রায়ই কোনো না কোনো কারণে দেশের বাহিরে যেতে হয়,বিশেষ করে কাজের জন্য,তাই বিদেশ যাওয়ার আগে আপনার শরীর ঠিক আছে কীনা তা বুঝার জন্য কিছু টেষ্ট করা,আর ঐ টেষ্টের রেজাল্ট ভালো হলে আপনি দেশের বাহিরে যেতে পারবেন নাহয় ঐ রোগ ভালো হলে পরবর্তীতে যেতে হবে৷আসুন এবার জেনে নেওয়া যাক মেডিকেলে কী কী টেষ্ট করা হয়৷
১.রক্ত টেষ্ট করা হবে৷বিশেষ করে এইচ আই ভি,হেপাটাইটিস,এইচএসবিএসজি,যৌন সংক্রমন কোনো রোগ আছে কীনা তা পরীক্ষা করা হয়৷
২.প্রসাব পরীক্ষা করা হয়৷মেডিকেলের আগে অবশ্যই পরিমাণমতো পানি পান করে নিবেন৷
৩.চখের পাওয়ার পরীক্ষা করা হয়৷
৪.শরীরের ওজন এবং উচ্চতা মাপা হয়৷
৫.বুক এক্সরে করা হয়৷
৬.প্রেসার মাপা হয়৷
এবং মহিলাদের আলাদা ভাবে শুধু গর্ভবতী আছে কীনা তা পরিক্ষা করা হয়৷
এবার যেনে নেওয়া যাখ কী কী রোগ থাকলে মেডিকেলে আনফিট ধরা হয়:
১.চর্ম রোগ ,খুব বেশি পরিমাণে চর্ম রোগ হলে আনফিট ধরা হয়৷
২.জন্ডিস৷এইচআইভি৷
৩.হার্টের সমস্যা থাকলে আনফিট ধরা হয়৷
তবে ভয়ের কিছু নাই এইগুলা যদি আপনার থাকে তাহলে আগেই ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নিবেন৷